২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ময়মনসিংহ-৩ : স্থ‌গিত কে‌ন্দ্রের ভোট শ‌নিবার

উদ্ধার হয়নি ছিনতাই হওয়া ব্যালট বাক্স, ভোট সরঞ্জাম
- ফাইল ছবি

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের একটি কেন্দ্রের ছিনতাই হওয়া ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম পাঁচ দিনেও উদ্ধার হয়নি। এমনকি আসামিদের কাউকেই গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ অবস্থায় শনিবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ।

এ আসনে নৌকার প্রার্থী ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি ৯৮৫ ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সোমনাথ সাহা।

দেশের একমাত্র এ আসনটির ফলাফল স্থগিত রয়েছে। নৌকার প্রার্থী পপির সাথে আরো আটজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। তবে তার সাথে নির্বাচন তুমুল লড়াই হ‌য়ে‌ছে ট্রাক প্রতীক নি‌য়ে সোমনাথ সাহার। উপজেলার ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টির ফলাফলে নৌকার প্রার্থী পান ৫৩ হাজার ১৯৬ ভোট এবং ট্রাকের প্রার্থী পান ৫২ হাজার ২১১ ভোট।

গত ৭ জানুয়ারি রোববার ভোট গ্রহণ শেষে উপজেলাটির সহনাটী ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে সবগুলো ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। নৌকার স্লোগান দিয়ে তারা কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর ও ব্যালট বাক্স লুট করে নিয়ে যায়। এ কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৩১ জন। আওয়ামী লীগ প্রার্থী পপি ও স্বতন্ত্র প্রার্থী সোমনাথের মধ্যে ৯৮৫ ভোটের ব্যবধান থাকায় সংসদীয় আসনটির ফলাফল স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। এ কেন্দ্রে শনিবার ফের ভোট গ্রহণ শেষে এ আসনের ফলাফল ঘোষণা করা হবে।

ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রটির ব্যালট বাক্স ছিনতাই করার ঘটনায় সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৫০ জনকে আসামি করে থানায় মামলা করেন প্রিজাইডিং কর্মকর্তা নরোত্তম চন্দ্র রায়।

গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, প্রধান আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসেছেন। লুট হওয়া নির্বাচনী সরঞ্জাম উদ্ধার এবং জড়িত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি।

তবে শুধু ভালুকাপুর কেন্দ্র নয়, আরো আটটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে সেখানে ফের ভোট গণনার দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। এ বিষয়ে উচ্চ আদালতে রিটও করেছেন তিনি।

সোমনাথ সাহা বলেন, ট্রাকের পক্ষে যারা কাজ করছেন তারা এলাকাছাড়া। নানা ধরনের হুমকি অব্যাহত রয়েছে। ইউএনওকে বলা হলে অভিযোগ দিতে বলেন। আগেও প্রমাণসহ বেশ কিছু অভিযোগ দেয়া হয়েছে, কোনো প্রতিকার মেলেনি। তাই লিখিত অভিযোগ দিইনি। তিনি অভিযোগ করে বলেন, কারচুপির মাধ্যমে নৌকার প্রার্থী এগিয়ে রয়েছেন।

নিলুফার আনজুম পপি বলেন, ভোটের মাধ্যমে জনগণ নৌকার প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছে। আশা করি, এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য স্থগিত কেন্দ্রেও বঙ্গবন্ধু ও শেখ হাসিনাপ্রেমীরা নৌকায় ভোট দিয়ে তাদের প্রার্থীকে বিজয়ী করবেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গৌরীপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন প্রচারণায় অংশ নিতে পারছে না– এ নিয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। একজন মৌখিকভাবে জানালেও সেখানে দেখেছি তাদের বেশকিছু মোটরসাইকেল ঘুরতে। এলাকায় র‍্যাব-পুলিশের টহল রয়েছে।


আরো সংবাদ



premium cement