গফরগাঁওয়ে রেললাইনের স্লিপার প্লেট ও পিন খুলে নেয়ার সময় এক যুবক আটক
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১২ জানুয়ারি ২০২৪, ১৮:২৫
ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী ও গফরগাঁও রেলওয়ে স্টেশনে মাঝে হাতিখলা বাজার এলাকা থেকে রেললাইনের স্লিপার প্লেট ও পিন খুলে নেয়ার সময় আশিক (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে রেললাইন পাহারারত আনসার সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
আশিক গফরগাঁও পৌর এলাকার মো: নজরুল ইসলামের ছেলে।
গফরগাঁও রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ সহকারি পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আশিক নামের এক যুবক ৭ নম্বর পয়েন্ট থেকে রেললাইনের স্লিপার প্লেট পিন খুলে নেয়ার সময় রেললাইন পাহারায় নিয়োজিত আনসার সদস্যদের নজরে পড়ে। এ সময় নিরাপত্তা সদস্য চার আনসার মিলে আশিক নামের ওই যুবককে ধাওয়া করে হাতিখলা বাজার এলাকা থেকে আটক করে। তার কাছে পাঁচটি পিন পাওয়া যায়। পরে তাকে স্থানীয় গফরগাঁও ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হলে তিনি তাকে সনাক্ত করে গফরগাঁও জিআরপি ফাঁড়িতে সোপর্দ করেন।
গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল আলম খোকন বলেন, রেললাইনের স্লিপার খুলে নেয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় এক যুবককে আটক করে আনসার সদস্যরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
গফরগাঁও রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ সহকারি পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, এই যুবকের ব্যাপারে রেলওয়ে আইন অনুযায়ী মামলা করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা