২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জামালপুরে ৫ আসনে ৪টিতে নৌকা, ১ টিতে স্বতন্ত্র বিজয়ী

জামালপুরে ৫ আসনে ৪টিতে নৌকা, ১ টিতে স্বতন্ত্র বিজয়ী - ছবি : নয়া দিগন্ত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনের চারটিতে নৌকা প্রতীকের প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ পেয়েছেন দুই লাখ ৮২ হাজার ২৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) এস এম আবু সায়েম পেয়েছেন ছয় হাজার ৭০ ভোট।

জামালপুর-২ (ইসলামপুর) নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল হক খান দুলাল ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (কাঁচি প্রতীক) পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) নৌকা প্রতীকের প্রার্থী মির্জা আজম দুই লাখ ৭৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) মীর সামছুল আলম লিপটন পেয়েছেন সাত হাজার ৪৯৪ ভোট।

জামালপুর-৪ (সরিষাবাড়ি) স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) অধ্যক্ষ আব্দুর রশিদ ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান হেলাল পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট।

জামালপুর-৫ (জামালপুর সদর) নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ দুই লাখ ১৫ হাজার ৮৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) রেজাউল করিম রেজনু পেয়েছেন ৬৫ হাজার ২৪৯ ভোট।


আরো সংবাদ



premium cement