২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈশ্বরগঞ্জে লাঙ্গলকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী সুমন নির্বাচিত

ঈশ্বরগঞ্জে লাঙ্গলকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী সুমন নির্বাচিত - ফাইল ছবি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামের লাঙ্গল প্রতীককে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীক সতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন।

রোববার রাত সাড়ে ৮টায় উপজেলা হলরুমে সহকারী রির্টিানিং কর্মকর্তা প্রাথমিকভাবে ওই ঘোষণা দেন।

নবনির্বাচিত মাহমুদ হাসান সুমন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান।

ঈশ্বরগঞ্জ নির্বাচনী কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন ঈগল প্রতীক নিয়ে মোট ভোট পান ৫৬ হাজার ৮ শ’ ১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৯৮৪ ভোট। এছাড়াও ন্যাশনাল পিপলস পার্টির আবদুল্লাহ আল মামুন আম প্রতীক পেয়েছেন ৩৩৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী কানিজ ফাতেমা পেয়েছেন ১৮৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী বদরুল আলম প্রদীপ পেয়েছেন ১৯৩ ভোট।

এ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ২১হাজার ৯ শ’ ২৮ জন। তারমধ্যে থেকে কাস্ট হয়েছে ৮৫ হাজার ৫ শ’ ১ ভোট।

সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ আকুঞ্জি প্রাথমিকভাবে রোববার রাত সাড়ে ৮টায় ওই ফলাফল ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement