১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর কৃষকের লাশ উদ্ধার

শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর কৃষকের লাশ উদ্ধার। - প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিললো বিল্লাল হোসেন (৫০) নামে এক কৃষকের লাশ।

এ ঘটনায় নিহতের ছেলে উজ্জল মিয়া মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে চারজনের নাম উল্লেখ করে শ্রীবরদী থানায় একটি মামলা করেছেন। এর আগে সোমবার রাত ১১টার দিকে উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া গ্রামের একটি পুকুর থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়।

বিল্লাল হোসেন একই এলাকার মৃত আদি মণ্ডলের ছেলে।

তথ্যগুলো নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী।

পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কৃষক বিল্লাল হোসেন ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হন। সন্ধ্যার দিকে ছাগলগুলো বাড়িতে ফিরে আসলেও ওই কৃষক বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় পরিবারের সদ্যসরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করে। একপর্যায়ে রাত ১১টার দিকে বাড়ির পাশে এক পুকুরে ওই কৃষকের লাশ ভাসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ থানায় নিয়ে আসে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর মর্গে পাঠানো হয়।

এ ব‍্যাপারে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, লাশের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।


আরো সংবাদ



premium cement
ছাদের টাইলস ধসে আহত অর্জুন কাপুর অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে এমপি পদও ছাড়তে হবে : ফাহমিদা খাতুন সংস্কারের নামে বিরাজনীতিকরণের দূরভিসন্ধি দেখতে চাই না : আসাদুজ্জামান রিপন রোববার সকাল সাড়ে ৮টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর : কাতার পররাষ্ট্রমন্ত্রী দ্বিস্তর টেস্টের পক্ষে-বিপক্ষে যা বলছে ক্রিকেট বিশ্ব বান্দরবানে ডাম্প ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত চোরদের মাধ্যমে আর নির্বাচন করিয়েন না মাদারগঞ্জে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ চ্যাপেল যুগের মতো বিধ্বস্ত ভারতের ড্রেসিংরুম : হরভজন মুন্সীগঞ্জে ৭ ডাকাত গ্রেফতার, লুন্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার ‘চব্বিশে নতুন করে যারা দেশ স্বাধীন করেছে তাদের ভুলে গেলে চলবে না’

সকল