শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর কৃষকের লাশ উদ্ধার
- শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
- ২৪ অক্টোবর ২০২৩, ১৭:২০
শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিললো বিল্লাল হোসেন (৫০) নামে এক কৃষকের লাশ।
এ ঘটনায় নিহতের ছেলে উজ্জল মিয়া মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে চারজনের নাম উল্লেখ করে শ্রীবরদী থানায় একটি মামলা করেছেন। এর আগে সোমবার রাত ১১টার দিকে উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া গ্রামের একটি পুকুর থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়।
বিল্লাল হোসেন একই এলাকার মৃত আদি মণ্ডলের ছেলে।
তথ্যগুলো নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী।
পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কৃষক বিল্লাল হোসেন ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হন। সন্ধ্যার দিকে ছাগলগুলো বাড়িতে ফিরে আসলেও ওই কৃষক বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় পরিবারের সদ্যসরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করে। একপর্যায়ে রাত ১১টার দিকে বাড়ির পাশে এক পুকুরে ওই কৃষকের লাশ ভাসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ থানায় নিয়ে আসে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, লাশের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা