ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৬ অক্টোবর ২০২৩, ১৫:৫৬
ময়মনসিংহের ভালুকায় পুকুরে ডুবে ইকরামুল আরাফ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) সকালে বাড়ির পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়।
ইকরামুল আরাফ উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর গ্রামের এখলাস উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে যায় শিশু আরাফ। পরে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু আরেফের মা মাবিয়া আক্তার রুপা জানান, তিনি সকালের নাস্তা তৈরির সময় ইকরামুল আরাফ নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার পা ভাসতে দেখা যায়।
খবর পেয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা