২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভালুকায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

ভালুকায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা - প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় রাখিয়া সুলতানা রিয়া (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী যুবক।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা বাটাজোর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া ওই গ্রামের কৃষক আব্দুর রশিদের মেয়ে এবং বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে পাশের সখিপুর উপজেলার মাওশা গ্রামের মানিক মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী রিপন মিয়ার সাথে বিয়ে হয় রিয়ার। বিয়ের পর রিপন সৌদি আরব চলে গেলে বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর বাড়ির লোকজন রিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এর ফলে ছয় মাস আগে রিয়া তার বাবার বাড়ি ফিরে আসেন। সোমবার দুপুরে রিয়া স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পরই মুখোশধারী এক যুবক তাকে পেছন থেকে চাপাতি দিয়ে কোপ দেয়। ওই রিয়া চিৎকার কর দৌড় দিলে ঘাতক পেছন থেকে তার ঘাড়, পিঠসহ বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে পাশের ধান ক্ষেতে ফেলে যায়। খবর পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন রিয়াকে উদ্ধার করে ভালুকা উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিয়ার মা মাজেদা খাতুন জানান, বিয়ের পরদিনই তার স্বামী বিদেশ চলে যায়। ছয় মাস যেতে না যেতেই শাশুড়ি খতেমন নেছা তার ওপর নির্যাতন শুরু করেন। এমনকি কয়েলের আগুন দিয়ে হাত পুড়িয়ে দেয়া হয়। পরে রিয়া স্বামীর বাড়ি থেকে চলে আসেন। কিন্তু স্বামীর বাড়ির লোকজন বার বার চেষ্টা করলেও শ্বশুরবাড়ির নির্যাতনের ভয়ে রিয়া আর যেতে রাজি হয়নি। এরই জের ধরে তাকে তার স্বামীর বাড়ির লোকজন কুপিয়ে হত্যা করে ধান ক্ষেতে ফেলে যায়।

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন জানান, হত্যাকাণ্ডের শিকার মেয়েটি তার মেয়ের সাথেই বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। তিনি ঘাতককে গ্রেফতার ও তার বিচারের দাবি জানান।

ভালুকা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে রিয়ার মৃত্যু হয়েছে। নিহতের ঘাড়, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন জানান, হাসপাতাল থেকে নিহতের সুরতহাল তৈরি ও লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরশাদুল আহমেদ নিহত স্কুলছাত্রী রিয়ার পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেয়ার কথা জানিয়ে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শনসহ হত্যাকাণ্ডের সাথে জড়িতকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল