১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

হালুয়াঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

-

ময়মনসিংহের হালুয়াঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

একজন ধারা ইউনিয়নের গড়পাড়া গ্রামের মোশারফ হোসেনের দেড় বছর বয়সী মেয়ে খাদিজা খাতুন। অপরজন ভুবনকুড়া ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের রুবেল মিয়ার দেড় বছর বয়সী ছেলে ইসরাফিল।

সোমবার (১৪ আগস্ট) সকালে নিজ বাড়ি-সংলগ্ন পুকুর পাড়ে খেলাধুলা করার সময় পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

ইসরাফিলের চাচা শরিফুল ইসলাম জানান, পরে স্থানীয়রা উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রজার রজত দারু তাকে মৃত ঘোষণা করেন।

খাদিজার চাচা আ: রহিম জানান, সোমবার দুপুরে বাড়ির পাশে জমিতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জমে থাকা পানিতে পড়ে যায়। আত্মীয় স্বজনরা উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ার সময় সে মারা যায়।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় জানান, আমি ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement