২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেওয়ানগঞ্জে টিকটক করতে গিয়ে যমুনার স্রোতে নিখোঁজ কিশোর

- ছবি : নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে মোবাইল ফোনে টিকটক করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে কিশোর আপন (১৬)।

শনিবার (২৪ জুন) সন্ধ্যার আগে আপন বন্ধুদের সাথে যমুনা নদীতে বন্যার পানি ও বাহাদুরাবাদ নৌ-ঘাট টার্মিনাল দেখতে যায়। একপর্যায়ে স্রোতস্বীনি যমুনা নদীতে মোবাইলে টিকটক করতে গিয়ে অসাবধানতায় পানিতে পড়ে নিখোঁজ হয়।

নিখোঁজ আপন জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চিকাজানী গ্রামের হিরু মিয়ার ছেলে। দুই ভাইয়ের মধ্যে আপন বড়। সে এসএসসি পরীক্ষার্থী।

চিকাজানী গ্রামের বীর মুক্তিযোদ্ধা তারিকুজ্জামান তারিক জানান, গতবার হিরু মিয়া, তার স্ত্রী, নিখোঁজ আপন ও অন্য ছেলেকে নিয়ে হজ পালন করে এসেছেন তারা। নিখোঁজ আপনের মা-বাবা দু’জনই সরকারি কর্মচারী। স্থানীয় লোকজন যমুনা নদীতে ব্যাপক তল্লাশী চালাচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থী আপনের খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর নয়া দিগন্তকে জানান, শিক্ষার্থী আপন যমুনা নদীতে মোবাইলে টিকটক করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। উদ্ধারের চেষ্টা চলছে। ডুবুরিকে জানানো হয়েছে। তারাও উদ্ধার অভিযান চালাবেন।

চুকাইবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এসএসসি পরীক্ষার্থী আপন বাহাদুরাবাদ ঘাট নৌ-টার্মিনালে এসে নদীতে টিকটক করা কালে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেছে। উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement