১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

ভালুকায় সড়ক দুর্ঘটনায় বিক্রয় প্রতিনিধি নিহত

ভালুকায় সড়ক দুর্ঘটনায় বিক্রয় প্রতিনিধি নিহত। - প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে রামিন খান (২৩) নামে প্রাণ গ্রুপের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ক্লাবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামিন খান ময়মনসিংহের গৌরিপুর উপজেলার হিম্মত নগরের আলম খানের ছেলে এবং গৌরিপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রাণ গ্রুপের বিক্রয় প্রতিনিধি রামিন ভালুকা থেকে ভ্যান চালিয়ে ভরাডোবা যাচ্ছিলেন। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামিন তার বাবার এক মাত্র ছেলে হওয়ার কারণে পড়াশোনার পাশাপাশি চাকরি করে অন্য দুই বোনের পড়ালেখার খরচসহ পরিবারকে আর্থিক সহযোগিতা করে আসছিলেন বলে জানা গেছে।

ভালুকা হাই ওয়ে থানা পুলিশ ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, বিষয়টি শুনেছি, তবে খোজঁখবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবো বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement