২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেওয়ানগঞ্জে বাড়ছে যমুনার পানি : হতাশায় এলাকাবাসী

দেওয়ানগঞ্জে বাড়ছে যমুনার পানি : হতাশায় এলাকাবাসী - ছবি : সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীসহ শাখা নদীগুলোর পানি বেড়ে যাচ্ছে। এতে হতাশা ও শঙ্কা দেখা দিয়েছে এলাকাবাসী, কৃষক, নদীপাড় মানুষ, নিন্মঞ্চলবাসী ও চরাঞ্চালবাসীদের মাঝে।

দেওয়ানগঞ্জ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি মাপক মোহাম্মদ আবদুল মান্নান নয়া দিগন্তকে জানান, ‘যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১৮ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে যমুনা নদীতে বিপৎ সীমার ৮৩ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি আরো বাড়তে পারে।’

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা বলেন, ‘যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে কয়েক দিন ধরে পানি বাড়ছে খবরটি জানা আছে। আল্লাহ না করুন, পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিলেও দুশ্চিন্তার কারণ নেই। এ বিষয়ে আমাদের সজাগ ও সকল পূর্ব প্রস্তুতি রয়েছে। চিন্তার কোনো কারণ নেই।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহফুজুর রহমান জানান, ‘পানি বৃদ্ধির বিষয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের সব ধরনের পূর্ব প্রস্তুতি রয়েছে।’

দেওয়ানগঞ্জবাসীর দুঃখ এই করাল গ্রাসী যমুনা নদী। এক সময় এ নদীর অবস্থান সদর এলাকার ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে পশ্চিমে ছিল। এখন তা সদরের খুব কাছাকাছি এসেছে। ৭০ থেকে ৮০-এর দশকে বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙন রোধে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার জুড়ে নির্মিত হয় হরিণধরা বাধ। সে বাধ আজ আর নেই। এ কারনেই এখন বন্যার শুরুতেই পানি ঢুকে পড়ে শহরে। নিমজ্জিত হয় সব কিছু। গত প্রায় এক সপ্তাহ ধরে নদীতে পানি বেড়ে যাওয়ায় তৃতীয় দফায় বন্যার আশঙ্ক্ষায় এলাকাবাসী।

পানি আরো বাড়তে পারে বলে ধারনা করছে পাউবো কর্মকর্তারা। এছাড়া নদ-নদীতে পানি বাড়ার সাথে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে।


আরো সংবাদ



premium cement