২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পূর্বধলায় ছেলের পরিকল্পনায় বাবাকে হত্যা

পূর্বধলায় ছেলের পরিকল্পনায় বাবাকে হত্যা - ছবি : নয়া দিগন্ত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়ী মো: আব্দুল আজিজকে (৪৬) কুপিয়ে হত্যার মূলপরিকল্পনাকারী মাদকাসক্ত ছেলেসহ হত্যার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এ মাসের ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে আব্দুল আজিজকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত আব্দুল আজিজ শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়ী ছিলেন।

তিনি উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদি গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে।

ঘটনার পর নিহতের স্ত্রী বকুল বেগম পূর্বধলা থানায় একটি মামলা করেন। মামলার সাত দিনের মধ্যে খুনের রহস্য উন্মোচিত করে পুলিশ।

এ ঘটনায় গত মঙ্গলবার রাতে হত্যার মূলপরিকল্পনাকারী ছেলে মো: বিপ্লবকে (১৯) গ্রেফতার করে। পরের দিন বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ ঘটনার সাথে জড়িত বিজয় কর্মকার (১৯), মো: তরিকুল ইসলাম (১৮) ও মো: আজহার মিয়াকে (৩৫) ময়মনসিংহের গৌরিপুর এলাকা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বিজয় কর্মকার ময়মনসিংহের গৌরিপুর উপজেলার মইলাকান্দা গ্রামের শঙ্কর কর্মকারের ছেলে, আজহার একই গ্রামের তাঁরা মিয়ার ছেলে ও তরিকুল পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জের এমদাদুল হকের ছেলে।

পুলিশ ও র‌্যাবের বরাত দিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো ছেলে বিপ্লবকে সাথে নিয়ে আব্দুল আজিজ দোকানের কাজ শেষে রাত ৯টায় দিকে বাড়িতে ফেরেন। বাড়িতে এসে কিছুক্ষণ পর বিপ্লব ঘর হতে বের হয়ে যায়। আব্দুল আজিজ বাথরুম থেকে বের হয়ে ছেলের খোঁজ নেন এবং মোবাইলে ফোন দিয়ে জানতে পারেন শ্যামগঞ্জ বাজারের পাশে কুতুবপুর শ্মশানঘাট নামক স্থানে তার ছেলে রয়েছেন। তাকে ফিরিয়ে আনতে তিনি ঘটনাস্থলে যাওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই পরিকল্পনা মতো ছেলে বিপ্লব ও আজাহার পেছন দিক থেকে তার হাত ধরে এবং অন্যরা গলায় গামছা পেঁচিয়ে দু‘দিক থেকে টেনে ধরে। পরে চাইনিজ কুড়াল দিয়ে আব্দুল আজিজের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর পাশের একটি পুকুরে হত্যার কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল দুটি ফেলে রেখে অন্যরা পালিয়ে যায়। ঘটনা ধামাচাপা দিতে বিপ্লব নিজেই তার বাবাকে হাসপাতালে ভর্তির জন্য তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক আব্দুল অজিজকে মৃত ঘোষণা করেন।

তারা আরো জানায়, নিহত ব্যবসায়ীর ছেলে মাদকাসক্ত ছিলেন। বাবার শাসনে অতিষ্ট হয়ে ছেলে বিপ্লব এই খুনের পরিকল্পনা করেন। হত্যার দু‘দিন আগে গত ৩০ আগস্ট সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজারে একটি দোকানের পেছনে বসে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য হত্যাকারীদের নগদ ২০ হাজার এবং দুটি চাইনিজ কুড়াল কেনার জন্য আরো এক হাজার পাঁচ শ’ টাকা দেন বিপ্লব ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ী আব্দুল আজিজ খুনের ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবসায়ীর স্ত্রী থানায় মামলা করেছেন। এ ঘটনায় থানা পুলিশ ছেলে বিপ্লবকে এবং বাকি তিনজনকে র‌্যাব-১৪ গ্রেফতার করে থানায় পাঠায়।’

 


আরো সংবাদ



premium cement