নান্দাইলে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ
- নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:০০
ময়মনসিংহের নান্দাইলে আমন চাষীরা জমিতে সার প্রয়োগের জন্য এখন ব্যস্ত সময় পার করছেন। কিন্তু অভিযোগ এসেছে বেশি দরে সার বিক্রির।
উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে বলে প্রান্তিক চাষীরা অভিযোগ করেন। উপজেলার ১৩টি ইউনিয়নে বিসিআইসির নিয়োগকৃত ১৩ জন ও প্রতি ডিলারের অধীনে রয়েছে ৯ জন করে মোট ১১৭ সাব ডিলার।
অনুসন্ধানে জানা যায়, সরকার নির্ধারিত ইউরিয়া সার প্রতি কেজির দাম ২২ টাকা, ডিএপি ১৬ টাকা, এমওপি ১৫ টাকা, টিএসপি ২২ টাকা থাকলেও ডিলারদের কাছ থেকে প্রান্তিক চাষীরা কিনছে ২৮ থেকে ৩০ টাকা কেজিতে। অপর দিকে খুচরা ডিলাররা ক্রেতাদেরকে কোনো রশিদ দিচ্ছে না।
নান্দাইল উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান বলেন, ‘সরকার নির্ধারিত দামের থেকে অতিরিক্ত দামে সার বিক্রি করার কোনো সুযোগ নেই। বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিআইসির একজন ডিলার বলেন, ‘এবার চাহিদার অর্ধেক সার বরাদ্ধ দেয়া হয়েছে। আমরা মিল গেট থেকে অতিরিক্ত দামে সার কিনে চাহিদা মেটাচ্ছি। সেপ্টেম্বর মাসে ৬৩৯ টন সার নান্দাইল উপজেলায় বরাদ্ধ দেয়া হয়েছে।’
উপজেলা চন্ডিপাশা ইউপির ধূরুয়া গ্রামের কৃষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মিজানুর রহমান জানান, সারের দোকানগুলোতে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে। তিনি সরকারিভাবে মনিটরিংয়ে দাবি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা