২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নদী থেকে নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজ সুজনের ও উদ্ধারকারী দলের - ছবি : নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোর সুজন সিংহ (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজের তিন দিন পর তার ভাসমান লাশ করা হয়েছে।

সোমবার বিকেলে নাগর নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুজন উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বগুলা বাড়ি গ্রামের দ্বিজেন্দ্রনাথ সিংহর ছেলে।

স্থানীয়রা জানান,গত শনিবার সকাল ১১টার দিকে উপজেলার রত্নাই সীমান্ত এলাকার নাগর নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সুজন।

রোববার দুপুর পৌনে ৩টার দিকে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিউল্লাহ বসুনিয়া এ তথ্য নিশ্চিত করেন।

শফিউল্লাহ স্থানীয়দের বরাতে বলেন, গত শনিবার সকাল ১১টার দিকে মাছ ধরতে গিয়ে নদীতে ওই কিশোর নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আমাদের টিম অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে রোববার সকালে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীর পানিতে দুপুর পর্যন্ত খুঁজলেও তাকে পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো: ফরহাদ হোসেনন জানান, পানিতে নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলে দেহ পানিতে ডুবে থাকার কথা নয়। সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিখোঁজের স্থান থেকে দু’কিলোমিটার দূর পর্যন্ত খুঁজেও ডুবুরি দল ওই কিশোরকে পায়নি। পরে তার পরিবারের সদস্য, স্থানীয় চেয়ারম্যান ও পুলিশের সাথে আলোচনা করে উদ্ধার
অভিযানের কাজ সমাপ্ত করা হয়।

স্থানীয় আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডংগা, থানা পুলিশ ও বিজিবি সদস্যদের বলা হয়েছে নিখোঁজ হওয়া ওই কিশোরের লাশ কোথায় ভাসতে দেখলে সাথে সাথে জানানোর জন্য বলেন। দিনাজপুরে করতোয়া নদীতে একজন নিখোঁজ হওয়ায় ডুবুরি দলকে সেখানে চলে যান।

সোমবার বিকেলে রত্নাই সীমান্তের ৩৮২/২ সাব পিলারের নিকট স্থানীয় কৃষকেরা মাঠে কাজ শেষে হাত ধুইতে নাগর নদীর ধারে গেলে সুজনের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। তার পরিবার তাৎক্ষণিকভাবে সুজনের লাশের সৎকার সম্পন্ন করে।

এ ব্যাপারে স্থানীয় আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডংগা জানান, নাগর নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ সুজনের লাশ তিন দিন পর উদ্ধার করেছে, স্থানীয়রা পরে তার লাশের সৎকার সম্পন্ন করেছে।


আরো সংবাদ



premium cement