২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কিশোরগঞ্জে মাদরাসার কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে মাদরাসার কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া আয়শা আহাদ দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি বাতিলের দাবি করেছেন শিক্ষার্থীদের অভিভাবক, মাদরাসার জমিদাতা, প্রতিষ্ঠাতার উত্তরাধিকারী ও মাদরাসা সংলগ্ন এলাকাবাসী।

শনিবার সকালে জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদরাসার আজীবন দাতা সদস্য মোহাম্মদ আজিজুর রহমান অভিযোগ করে বলেন, 'মাদরাসার তত্ত্বাবধায়ক (সুপার) সরকারি বিধি উপেক্ষা করে নির্বাচন না করেই জাল কাগজপত্র তৈরির মাধ্যমে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বর্তমান কমিটির অনুমোদন আনেন।'

আজিজুর রহমান আরো জানান, এ অবৈধ নতুন কমিটি বাতিলের জন্য তারা বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে এসব অভিযোগের কাগজপত্রও দেখান সাংবাদিকদের। সংবাদ সম্মেলনে মাদরাসা সুপারের অতীতের বিভিন্ন দুর্নীতির চিত্রও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে মাদরাসার জমিদাতার ছেলে মোহাম্মদ আবু তাহের, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আনোয়ার হোসেন, অভিভাবক মোশাররফ হোসেন গোলাপ, আমির হোসেন, এলাকাবাসী আজহারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মাদরাসার তত্ত্বাবধায়ক আব্দুল খালেক নয়া দিগন্তকে বলেন, ‘বিধি মোতাবেক নতুন কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ ছিল না। কিছু স্বার্থান্বেষী মহল কমিটি গঠনের চার মাস পর প্রশ্ন তুলছে। এ কমিটি গঠনের বিষয়ে আমার কোনো স্বার্থসংশ্লিষ্টতা নেই। আমি চাকরি করি।’


আরো সংবাদ



premium cement