ভালুকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুর, আহত ১০
- আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)
- ৩০ আগস্ট ২০২২, ২২:৫১
ময়মনসিংহের ভালুকায় গাড়িযোগে মিছিলে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় দুটি বাস ভাঙচুর করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার কাচিনা বাজারে এ ঘটানা ঘটে।
আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে এবং বাকিদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভালুকা ও উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী দুটি বাসযোগে কাচিনা বাজারে যান। বিকেল সাড়ে ৫টার দিকে কিছু লোক উত্তেজিত হয়ে দুটি গাড়ি ভাঙচুরসহ নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় ময়মনসিংহ যুবদলের সহ-সাধারণ সম্পাদক আ স ম আব্দুর রব রুদ্র, কাচিনা ইউপি সদস্য ও যুবদল নেতা ইয়াছিন তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ, মিয়াজ, মোফাজ্জল হোসেন, আব্দুল কাদের ও ইউনিয়ন ছাত্রদল নেতা হারুনসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয়ভাবে এবং বাকিদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু জানান, মঙ্গলবার বিকেলে কাচিনা ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল ও জনসভা শেষ হয়। এ সময় ভালুকা ও হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বাসযোগে কাচিনা বাজারে যাওয়া মাত্রই সন্ত্রাসীরা তাদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। হামলায় ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা