২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেওয়ানগঞ্জে ১ কর্মকর্তা ৩ উপজেলার দায়িত্বে, শূন্য পদ ২৭

-

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিবার কল্যাণ বিভাগে উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা পদসহ ২৭ গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। এর ফলে ওই বিভাগের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বঞ্চিত হচ্ছে সেবাগ্রহীতারা।

ফারুক আল ফয়সাল নামে একজন কর্মকর্তা দেওয়ানগঞ্জ উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তার পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। তিনি একই সাথে দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সরিষাবাড়ী উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তার ও দায়িত্ব পালন করে আসছেন। এ দফতরের জনবল সঙ্কট প্রকট। অফিসার পদ শূন্য, ডাক্তার নওয়াজিস জোহাদ কর্মরত রয়েছেন প্রেষণে জামালপুর মাতৃ সদনে। নেই উপজেলা সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা, এ পদে দায়িত্ব পালন করছেন মো: নুর ইসলাম। চার কর্মকর্তার স্থলে এখানে আছেন মাত্র একজন কর্মকর্তা, এ দফতরের নেই কোনো সাইন বোর্ড, অনেকেই খুঁজে পায়না অফিস। মাসিক সভা করার জন্য নেই কোনো সভাকক্ষ, নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। দূর-দূরান্ত থেকে পানি এনে পান করতে হয়। এছাড়াও বিভিন্ন বিভাগে শূন্য পদ রয়েছে আরো ১৯টি, নেই অফিস সহায়ক।

মো: আশরাফ হোসেন জানান, দেওয়ানগঞ্জ উপজেলা পরিবার কল্যাণ বিভাগে ২৭ গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। এখানকার পানিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা খাওয়ার অনুপযোগী। নেই কোনো সভাকক্ষ। দেওয়ানগঞ্জ উপজেলা পরিবার কল্যাণ দফতরের ২৭ পদ শূন্য থাকায় এখানকার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।


আরো সংবাদ



premium cement