দেওয়ানগঞ্জে হোমিও চিকিৎকদের কর্মবিরতি, রোগীদের মারাত্মক দুর্ভোগ
- খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)
- ২৮ আগস্ট ২০২২, ২২:৪২
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত হোমিও চিকিৎসকদের তাদের ভাষায় ‘হয়রানির’ প্রতিবাদে জামালপুরের দেওয়ানগঞ্জে হোমিও চিকিৎসকরা দু’দিন ব্যাপী কর্মবিরতি পালন করছে। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছে রোগীরা।
রোববার সকাল থেকে দেওয়ানগঞ্জ পৌর শহরসহ উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন স্থানে হোমিও চিকিৎসকেদর কর্মসূচি চলছে বলে জানা যায়। কর্মবিরতির কারণে চেম্বার বন্ধ থাকায় নতুন এবং পুরাতন রোগীরা এসে ফিরে যাচ্ছে নিজ নিজ বাসা-বাড়িতে।
দেওয়ানগঞ্জ বাজারের মাদরাসা রোডের প্রফেসর হোমিও হলের চিকিৎসক এনামুল হক খোকন ও ডাক্তার সাদিয়া ইয়াছমিন জানান, আমি ডিএইচএমএস এর একজন সক্রিয় সদস্য হিসেবে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আমার চেম্বার বন্ধ রেখেছি। তারা জানান, হোমিও ডাক্তারদের নামের আগে ডাক্তার লেখা এবং লিখতে নিষেধাজ্ঞা বিষয় নিয়ে হাইকোর্টে রিট এবং পাল্টা রিট হয়েছে। এ নিয়ে বেশ কয়েক দিন ধরে বত্তৃতা বিবৃতি লেখা-লেখি ও আলোচনা সমালোচনা চলে আসছে। আমাদের কেন্দ্রীয় নেতা ডা. আজিজুল হককে নাজেহাল করার প্রেক্ষাপটে এবং এর প্রতিবাদে কর্মবিরতি পালন করছি। ২৮ আগস্ট কর্মসূচির শেষ দিন। পরবর্তী কর্মসূচি কী হবে তা আমাদের জানানো হবে।
একই কথা বলেন দেওয়ানগঞ্জের আকিব হোমিও হলের চিকিৎসক এখলাছুর রহমানসহ অন্যরা। তারা জানান, সকাল থেকে অনেক রোগী ফিরে যাচ্ছে। আমাদের ফোন করছে, কিন্তু আমরা চেম্বার খুলতে পারছিনা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা