২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভে জনতার ঢল

ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভে জনতার ঢল - ছবি : নয়া দিগন্ত

জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা, লোডশেডিং ও ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

উপজেলার ১১টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের লোকজন বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে বাধা দিলেও তা উপেক্ষা করে বিক্ষোভ মিছিলগুলোতে জনতার ঢল নেমে আসে।

শনিবার দুপুরে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নসহ উপজেলার মাইজবাগ, সরিষা ও সোহাগী ইউনিয়নে এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সহ-সভাপতি হোসেন মোহাম্মদ মণ্ডল, অ্যাডভোকেট কাজী শাহজাহান, শাহজাহান জয়পুরী, সাধারণ সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্য এ কে এম হারুন অর রশীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকার আলী টিপু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন খুররম, সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, যুগ্ম-সম্পাদক নূরুন্নবী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম-আহ্বায়ক রনি রহমান, রাফসান আহম্মেদ রুমন, ইউসুফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, আঠারোবাড়ি ও সোহাগী ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement