গফরগাঁওয়ের পাঁচবাগে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২৩ আগস্ট ২০২২, ১৭:২৫
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নে ইস্তিসকার নামাজ, বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও বৃষ্টি কামনা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে পাঁচবাগ উলামা সমিতি উদ্যোগে আমাটিয়া ঈদগাহ মাঠে এই নামাজ আদায় করেন আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
গফরগাঁও উলামা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী এই বিশেষ নামাজ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মহান আল্লাহর কাছে বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তিসকার এই নামাজে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
নামাজের আগে দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন- পাঁচবাগ ইউনিয়ন উলামা সমিতির সভাপতি মাওলানা এমদাদুল হক, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইসহাক, কেন্দ্রীয় উলামা সমিতির সদস্য মাওলানা নূরুল হক প্রমুখ। বক্তাগণ উদ্ভূত পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দয়াময় আল্লাহর কাছে সকলকে তাওবা করার আহ্বান জানান।
নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ।
নামাজশেষে আমাটিয়া গ্রামের গরিব কৃষকরা বলেন, চাষবাস করে আমাদের পেট চলে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ার ক্ষেত শুকিয়ে গেছে।
মাওলানা মাহমুদুল হাসান সালমানী সাহেব বলেন, ‘রাসূল সা: তাঁর সময়েও বৃষ্টির জন্য এই সালাত আদায় করতেন। আমরাও আদায় করলাম। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং বৃষ্টি চাইলাম।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা