২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পূর্বধলায় ভূতের ভয়ে কলেজছাত্রীর মৃত্যু

পূর্বধলায় ভূতের ভয়ে কলেজছাত্রীর মৃত্যু - প্রতীকী ছবি

ভূতের অস্তিত্ব বাস্তবে আছে কি নেই, এ নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই এটাকে কাল্পনিক বিষয় বা মনের কল্পনা বলে মনে করেন। আধুনিক বিজ্ঞান ভূতের অস্তিত্বের বিশ্বাসযোগ্য প্রমাণ এখনো দিতে পারেনি। কোরআন ও হাদিসের আলোকে জানা যায় মানুষের চোখের অন্তরালে রয়েছে জ্বিন জাতি।

বাস্তবে জিন- ভূতের অস্তিত্ব না থাকলেও নেত্রকোনার পূর্বধলায় ভূতের ভয়ে সুমি আক্তার (১৮) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

মৃত সুমি পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের বরুন বৈরাটি গ্রামের মৃত এমেলের মেয়ে। তিনি ‘চল্লিশা হেনা ইসলাম কলেজের’ এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে বরুন বৈরাটি গ্রামে সুমির নিজ বাড়িতে।

স্থনীয় ইউপি সদস্য ও সুমি আক্তারের চাচা জুয়েল মিয়া জানান, সোমবার রাত ১টার দিকে সুমি বাথরুমে যাওয়ার পর সেখানে হঠাৎ চিৎকারের আওয়াজ শুনে ভয় পায়। পরে তার মা গিয়ে তাকে ঘরে নিয়ে আসে। রাত সাড়ে ৩টার দিকে আবার বাথরুমে যায়। সেখান থেকে ফিরে আসার পর তার শরীরের অব্স্থা খারাপ হতে থাকে।

পরে একজন পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে বলেন, সুমি আর বেঁচে নেই। পরিবারের লোকজন জানাজা শেষে দাফনের প্রস্তুতিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের ময়নাতদন্তের বিষয়টি জানায়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মৃত সুমি আক্তারের মা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানায়।


আরো সংবাদ



premium cement