২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ ও দোয়া

নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ ও দোয়া - ছবি : নয়া দিগন্ত

বর্ষা পেড়িয়ে শরৎকাল শুরু হলেও দেখা মিলছে না বৃষ্টির। প্রচণ্ড তাপদাহে অতীষ্ঠ জনজীবন। বৃষ্টির না হওয়ায় হুমকির মুখে আমন ধান। তাই মহান রবের কাছে বৃষ্টি প্রার্থনা করে ইস্তিসকার নামাজ ও দোয়া করেছেন শেরপুরের নালিতাবাড়ীর মুসুল্লিরা।

সোমবার (২২ আগস্ট) সকাল ১০টায় শহরের চকপাড়া মহল্লায় শতশত মুসল্লি সমবেত হয়ে চকপাড়া ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করেন তারা। নামাজের ইমামতি করেন নালিতাবাড়ী মার্কাজ মসজিদের খতিব ও ইমাম মুফতি ওবায়দুর রহমান।

তথ্যমতে, নালিতাবাড়ী উপজেলায় চলতি মৌসুমে এ পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র ১০৮ মিলিমিটার। গত বছরের আমন মৌসুমেও যার পরিমাণ ছিল ৫০০ মিলিমিটার। ওই হিসেবে বৃষ্টিপাতের পরিমাণ এবার প্রায় পাঁচ ভাগের এক ভাগে নেমে এসেছে। ফলে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন থেকে প্রাণিকুল। ফেটে চৌচির হয়ে গেছে মাঠ-ঘাট। এ অবস্থায় ফসল রক্ষায় স্থানীয় কৃষি বিভাগ থেকে কৃত্রিম সেচের পরামর্শ দেয়া হচ্ছে চাষিদের। অন্যদিকে বৃষ্টির মৌসুমে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা না মেলায় তা আল্লাহর অসন্তুষ্টির কারণ হিসেবে দেখছেন ধর্মপ্রাণ মানুষেরা। তাই মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে প্রকৃতি ও জীবন রক্ষায় বৃষ্টির জন্য বিশেষভাবে ‘ইস্তিসকার নামাজ’ আদায় করেছেন মুসুল্লিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর জানিয়েছেন, প্রচণ্ড তাপদাহের কারণে আমনের আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যতিও আমরা খড়া মোকাবেলায় কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। সঠিকভাবে সঠিক সময়ে আমনের আবাদ ঘরে তুলতে না পারলে পরবর্তীকালে সরিষা আবাদেও এর প্রভাব পড়বে।

 


আরো সংবাদ



premium cement