গফরগাঁওয়ে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়
- রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)
- ২১ আগস্ট ২০২২, ১৮:৩৯
ময়মনসিংহের গফরগাঁওয়ে অনাবৃষ্টির ফলে উদ্ভূত খরা থেকে পরিত্রাণের জন্য গফরগাঁও উলামা সমিতি উদ্যোগে বৃষ্টি প্রার্থনার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় পৌরশহরের ঐতিহাসিক ইমামবাড়ি ঈদগাহ ময়দানে হাজারো মুসল্লির উপস্থিতিতে বৃষ্টির জন্য (সালাতুল ইস্তিসকা) দোয়া ও নামাজ আদায় করা হয়।
নামাজের পূর্বে গফরগাঁও উলামা সমিতি (গউস) গফরগাঁও থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইমরান হোসাইন আজাদের সঞ্চালনায় দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন গউস থানা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাহদি হাসান, গউসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি নজরুল ইসলাম ফারুকী, কার্যকরি সদস্য মুফতি আসাদুল্লাহ, গফরগাঁও মারকাজ মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কালাম প্রমুখ।
বক্তারা উদ্ভূত পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সকলকে তওবার আহ্বান জানান। মাওলানা আজিজুর রহমানের ইমামতিতে নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। আল্লাহ তায়ালার দরবারে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এছাড়াও গউসের ইউনিয়ন শাখার উদ্যোগে গফরগাঁও উপজেলাধীন গফরগাঁও ইউনিয়নে আল্লামা আব্দুল আলীম আল হোসাইনী কমপ্লেক্স ও টাঙ্গাব ইউনিয়নে ইসমাঈল হাজী বালিকা দাখিল মাদরাসা মাঠে বৃষ্টির জন্য (সালাতুল ইস্তিসকা) দোয়া ও নামাজ আদায় করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা