টাঙ্গাইলে ছাত্রকে শাসন করায় প্রধান শিক্ষক লাঞ্ছিত
- টাঙ্গাইল সংবাদদাতা
- ২৫ জুলাই ২০২২, ২২:১২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন ক্লাসে এক শিক্ষার্থীকে শাসন করাই শিক্ষার্থীর বাবা ওই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর বাবাকে জেলহাজতে নেয়া হয়েছে।
সোমবার দুপুরে দিকে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে খিলদা উচ্চ বিদ্যালয় ও খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় বিদ্যালয় থেকে মিছিল বের করে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বাগুটিয়ায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়। এতে তারা অভিযুক্ত লাল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযুক্ত লাল মিয়া খিলদা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আবির হোসেনের বাবা। তিনি সিলিমপুর গ্রামের বাসিন্দা।
প্রধান শিক্ষক আকবর হোসেন বলেন, ‘রোববার ক্লাসে গিয়ে দেখি আবির হোসেনের মাথার চুল বেশ বড়। এজন্য তাকে একটু শাসন করি। এর জের ধরে বিকেলে আবিরের বাবা লাল মিয়া স্কুলে এসে আমার ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। স্কুলমাঠে থাকা কয়েকজন সাবেক শিক্ষার্থী বিষয়টি দেখে প্রতিবাদ করলে তাদের ওপরও ক্ষিপ্ত হন ওই অভিভাবক। তখন স্থানীয়রা লাল মিয়াকে স্কুলের একটি কক্ষে আটকে রাখেন। পরে পুলিশ এসে লাল মিয়াকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতেই কালিহাতী থানায় অভিযোগ করি।’
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্তকে নিয়ে আসা হয়। পরে প্রধান শিক্ষক আকবর হোসেন থানায় অভিযোগ করেন। সোমবার লাল মিয়াকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।
টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহাম্মেদ নয়া দিগন্তকে জানান, লাল মিয়াকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুপম কুমার দাস তাকে জেলহাজতে পাঠিয়ে দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা