২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সেই শিশুর ভাই-বোনকে স্কুলে ভর্তি

সেই শিশুর ভাই-বোনকে স্কুলে ভর্তি - ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তঃসত্ত্বা মায়ের পেট ফেটে জন্ম নেয়া সেই শিশুর দুই ভাই-বোনকে স্কুলে ভর্তি করা হয়েছে। বোন জান্নাতুল ফেরদৌসিকে (১১) চতুর্থ শ্রেণি ও ভাই এবাদল্লাহ এবাদতকে (০৮) প্লে-শ্রেণিতে ভর্তি করা হয়।

শনিবার দুপুরে ত্রিশাল উপজেলার রায়মনি এলাকার আনোয়ারা কিন্ডার গার্ডেনে ওই শিশুদের ভর্তি করা হয়।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষিকা গোলাপী বেগম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই দুই শিশুকে নতুন বই, খাতা ও কলম কিনে দিয়ে ভর্তি কার্যক্রমে সহায়তা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর সভাপতি নাইমুল করিম লুইন। তার সোথে ছিলেন ছাত্রদল নেতা শরীফ উদ্দিন শিপন।

পরে ছাত্রনেতা লুইন তারেক রহমানের পক্ষে সেই নবজাতকের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করে তাদের কাছে এক মাসের বাজার পৌঁছে দেন। যার মধ্যে রয়েছে- চাল, ডাল, চিনি, তেল মুরগিসহ নিত‍্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী।

বিএনপির মিডিয়া সেলের অন‍্যতম সদস্য আতিকুর রহমান রুমন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই নবজাতকের দুই ভাই-বোনের লেখাপড়া দ্বায়িত্ব নিয়ে তাদের স্কুলে ভর্তি করান। সেই সাথে নবজাতকের সার্বক্ষণিক খোঁজ খবরও রাখছেন।

জানা গেছে, গত ২০ জুলাই ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামে নিহত অন্তঃস্বত্ত্বা স্ত্রী, তার স্বামী ও মেয়ের কবর জিয়ারত করতে যান বিএনপির মিডিয়া সেলের অন‍্যতম সদস্য আতিকুর রহমান রুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব‍্যারিস্ট‍ার মীর হেলাল ও নির্বাহী সদস‍্য (দফতরে সংযুক্ত) মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী। পরে প্রতিনিধি দলের সদস্যরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গিয়ে চিকিৎসাদের সাথে দেখা করে নবজাতকের খোঁজ-খবর নেন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই বিকেলে ত্রিশালের রাইমনি গ্রামের ফকির বাড়ির মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম (৪০) তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩০) ও মেয়ে সানজিদাকে (৬) নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করাতে ত্রিশালে আসেন। পৌর শহরের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম ও স্ত্রী রত্না বেগম মারা যান। মেয়ে সানজিদা আক্তার গুরুতর আহত হয়ে ত্রিশাল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে মারা যায়। এ সময় ট্রাকচাপায় রত্না বেগমের পেট ফেটে কন্যাশিশুর জন্ম হয়।এ ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় দেশজুড়ে।


আরো সংবাদ



premium cement
ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং

সকল