পানির উপরে বাসরঘর
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জুলাই ২০২২, ১২:০৮, আপডেট: ২৩ জুলাই ২০২২, ১৩:৫৬
পুকুরের পানির ওপরে বাসর রাত কাটিয়ে নজর কেড়েছেন হালিম মিয়া (২৫) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রি।
শুক্রবার শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানীপাড়া এলাকায় এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়। এদিকে বাসর ঘরটি দেখতে ভিড় করছে আশপাশের এলাকার লোকজন।
জানা গেছে, শেরপুর সদর উপজেলার চরশেরপুর সাতানীপাড়ার আব্দুল হামিদের ছেলে হালিম মিয়া। আব্দুল হামিদের নয় ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট হালিম।
হালিম মিয়া বলেন, আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকে ইচ্ছা হয় ব্যতিক্রমী কিছু করার। সেই ইচ্ছা থেকে আমার নানা ও চাচা মিলে উদ্যোগ নেয় পুকুরের ওপরে বাসর ঘর তৈরি করার। পরে গত চার থেকে পাঁচ দিন ধরে তারা দুইজন মিলে আমাদের বাড়ির পাশে পুকুরের ওপর তৈরি করে এ বাসর ঘর। পরে আস্তে আস্তে আশপাশের মানুষজন বাসর ঘরটি দেখতে আমার বাড়িতে আসতে শুরু করে। আমার খুব ভালো লাগছে, আমি অনেক উৎসাহ পাচ্ছি।
চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, এমন আয়োজনে মানুষের মধ্যে হৈচৈ শুরু হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা