সরিষাবাড়ীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
- এস এম ইব্রাহিম হোসাইন, সরিষাবাড়ী
- ২১ জুলাই ২০২২, ১৫:৩৩
জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হানিফ পালোয়ান নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার রাতে উপজেলা পরিষদের আবাসিক কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের ট্রাকচালক ছাহের পালোয়ানের ছেলে ও সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
মৃত্যুর আগে ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়ে আত্মহত্যা করে হানিফ পালোয়ান, ‘আমার মরার জন্য কেউ দায়ী না। আমার একটা বাইক কিনতে খুব ইচ্ছে ছিল কিন্তু আমার মা-বাবা আমারে বাইক কিনতে দেয়নি তাই আমি নিজের ইচ্ছায় এই দুনিয়া থেকে চলে যাচ্ছি।
বেঁচে থাকলে বাইক নিয়ে দেখা হবে। বিদায় বাংলাদেশ।’
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিহত হানিফ পালোয়ানের ছোট থেকেই মোটরসাইকেল চালানোর ব্যাপক আগ্রহ ছিল। পুরাতন একটি মোটরসাইকেল পরিবারের পক্ষ থেকে কিনেও দেয়া হয়েছিল। কিন্তু তার শখ ছিল নতুন একটি মোটরসাইকেল ক্রয় করে
চালানোর। টাকাও জোগাড় করা চেষ্টা চলছিল। কিন্তু আবেগের বশে বুধবার রাত ১০টায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
নিহত হানিফ পালোয়ানের চাচা শাহীনুর রহমান বলেন, ছেলেটি বাবা-মায়ের খুবই আদরের সন্তান ছিল। যখন যা আবদার করত তাই পূরণ করার চেষ্টা করা হত। কিন্তু মোটর সাইকেল যেহেতু অনেক টাকার ব্যাপার তাই টাকা জোগাড় করতে বিলম্ব হওয়ায় বাবা-মার
সাথে অভিমান করে আত্মহত্যা করে। আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী বলেন, হানিফ পালোয়ান নামে এক শিক্ষার্থীকে রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার আত্মীয়রা নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই মারা যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক মুর্শেদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা