২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন ২৭ জুলাই, ৫ মেয়র প্রার্থীর তুমুল লড়াই

দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন ২৭ জুলাই, ৫ মেয়র প্রার্থীর তুমুল লড়াই - ছবি : সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী ২৭ জুলাই। এ মাসের গত ১৪ তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগেও একাধিকবার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। বিশেষ কারণে অতীতে একাধিকবার নির্বাচনের তারিখ পরিবর্তন হলেও ২৭ জুলাই ২০২২ দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা নয়া দিগন্তকে জানান, আসন্ন দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদের প্রার্থী পাঁচজন। তারা হলেন মিসেস ফারিন হোসেন (নৌকা), মো: আবুল কালাম আজাদ (মোবাইল ফোন), মো: শাহনেওয়াজ শাহানশাহ (নারিকেল গাছ), শেখ মোহাম্মদ নুরুন্ননবী অপু (জগ) এবং সাদেক আকতার নেওয়াজী (ধানের শীষ)।

দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন ২০২২ রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা এক প্রশ্নের উত্তরে জানান, আসন্ন পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী সংখ্যা পাঁচজন। মো: আবুল কালাম আজাদ (মোবাইল ফোন) মেয়র পদের প্রার্থীতা প্রত্যাহার করেননি। অন্যদিকে মোবাইল ফোন প্রতীকের মেয়র পদপ্রার্থী মো: আবুল কালাম আজাদ এ সাংবাদিককে জানান, বাংলাদেশ আওয়ামী লীগের নীতিনির্ধারক মহলের সিদ্ধান্তক্রমে এবং দলীয় স্বার্থে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মিসেস ফারিন হোসেনকে (নৌকা) বিজয়ী করার স্বার্থে তিনি নির্বাচন থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে সেই লক্ষ্যে তার নৌকার পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ও প্রার্থিতা প্রত্যাহারের সময় অতিবাহিত হয়েছিল বলে নির্বাচন কমিশনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করা সম্ভব হয়নি। এছাড়া কাউন্সিলর পদের সাধারণ আসনে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থীও প্রচারনায় অংশ নিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০২১ সাল পর্যন্ত ৩০ হাজার ১৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৬৮৫ এবং মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৭ জন। ওয়ার্ড সংখ্যা ৯। সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ৩। ভোট কেন্দ্র ১২ এবং ভোট-কক্ষ স্থাপন করা হয়েছে ৯৪টি। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়া পর থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ কর্মী-সমর্থকদের সাথে নিয়ে দিন-রাত ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। প্রার্থীরা নির্বাচিত হলে পরে এলাকার কী কী উন্নয়ন করবেন এবং মানুষের কল্যাণে কাজ করে যাবেন তাও বলে বেড়াচ্ছেন। সাধারণ ভোটাররা এখনই তেমন একটা মুখ খুলছে না। তারা পর্যবেক্ষণ করছে, মাঠে কার অবস্থা কেমন হতে চলেছে। তারা যোগ্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী বাছাইয়ে শেষ সময় গুনছেন। যতই নির্বাচনের সময় ঘনিয়ে আসছে ততই প্রচারণার মাত্রাও বেড়ে চলেছে। পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে সড়ক ও পাড়া মহল্লায় ব্যক্তিগত ও মাইকিং-এর মাধ্যমে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের যোগ্যতা তুলে ধরা হচ্ছে। ভোটার ও পৌরবাসী সুষ্ঠু, সুন্দর ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের আশা করছেন।

এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং অফিসার ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা দৃঢ় কণ্ঠে বলেন, আসন্ন দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।


আরো সংবাদ



premium cement
আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি

সকল