নান্দাইলে ভিজিএফের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- নান্দাইল (ময়মনসিংহ) সংবদদাতা
- ১১ জুলাই ২০২২, ১৮:১১
ময়মনসিংহের নান্দাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় নান্দাইল ইউনিয়ন পরিষদে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, নান্দাইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী এক বছর ধরে বিভিন্ন বিষয়ে ইচ্ছাকৃতভাবে বিবাদ সৃষ্টি করে আসছেন। এরই অংশ হিসেবে হাতেম আলী বৃহস্পতিবার ঈদুল আজহা উপলক্ষে গরিব ও দরিদ্র কার্ডধারীদের উত্তোলনকৃত ভিজিএফের চালের কার্ড নিয়ে আসেন। আমি গরিবদের না পেয়ে চাল দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দেন তিনি।
পরে কয়েকজন দরিদ্র কার্ডধারী নিয়ে এলে আলোচনা করে চাল বিতরণ করি। বিকেলে পরিষদের রুমে তালা বন্ধ করে বাড়ি ফিরে যাই। এমন সময় জানতে পারি হাতেম আলী ও তার ছেলে লিকসন কার্ডধারীদের উত্তোলনকৃত চাল পরিষদের বারান্দায় রেখে দেয়। বিভিন্ন জায়গায় ফোন করে পরিষদে লোকজন ডেকে আনে। আমি দরিদ্রের ভিজিএফের চাল বিক্রির জন্য পাচার করছি বলে ষড়যন্ত্র মূলক অপপ্রচার চালায়। এতে আমার ভাব মূর্তি ক্ষুন্ন করেছে।
তিনি আরো বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয়ে হাতেম আলী মিথ্যা অপপ্রচার করে
সরকারের ভাব মূর্তি ক্ষুন্ন করেছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আমার নামে মিথ্যা মামলা করতে পারে। সেজন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলীর বিরুদ্ধে রোববার নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। দলীয় ভাব মুর্তি ক্ষুন্ন করায় হাতেম আলীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করার দাবি করছি।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন আচারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, রাজগাতি ইউনিয়নের চেয়ারম্যান ইফতেকার মোমতাজ ভূঁইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন বীর বেতাগৈর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, চর বেতাগৈর ইউনিয়নের চেয়ারম্যান মো: ফরিদ উদ্দিন, শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টন, জাহাঙ্গীর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল, সিংরইল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোছা: তাছলিমা আক্তার শিউলী, গাংগাইল ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান নয়নসহ নান্দাইল ইউনিয়নের মেম্বার, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা