নান্দাইলে পাচারকালে ভিজিএফের ৯ বস্তা চাল জব্দ
- নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৯ জুলাই ২০২২, ২১:৪৯
নান্দাইলে ঈদুল আজহায় দরিদ্র ও অসহায় কার্ডধারীদের ভিজিএফ চাল পাচারের সময় ক্ষুদ্ধ জনতা নয় বস্তা চাল জব্দ করেছে৷
শনিবার বিকেল ৪টার দিকে নান্দাইল ইউনিয়ন পরিষদ থেকে এ চাল জব্দ করা হয়৷
স্থানীয়রা জানান, বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল হেমগঞ্জ বাজারের ব্যবসায়ী আল-আমিনের কাছে গরিবের ভিজিএফ চাল বিক্রি করে দিয়েছে। অনেকের অভিযোগ কার্ড থাকলেও চাল পাননি তারা।
স্থানীয় ছোট কাজল বলেন, ভিজিএফের চাল অটো দিয়ে পাচারকালে আটক করেছি।
অটোচালক বলেন, ব্যবসায়ী আল-আমিন বলেছে পরিষদে তার কয়েক বস্তা চাল আছে। বাজারে এনে দিতে হবে। আমি তো জানি না চাল পাচার করা হচ্ছে। আমি ভাড়ায় অটো চালাই।
চাল আটকের পর থেকে ব্যবসায়ী আল-আমিন পলাতক রয়েছে। মোবাইলে অনেকবার কল করেও
যোগাযোগ করা সম্ভব হয়নি।
নান্দাইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী বলেন, ইউনিয়ন পরিষদ থেকে চাল পাচারকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আটক করেছে। আমাকে খবর দিলে আমি নিজেও এসে অটো ভর্তি চাল দেখেছি। যারা বিক্রির সাথে জড়িত তাদের উপযুক্ত বিচার দাবি করছি।
নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল বলেন, এ ব্যাপারে কিছু জানি না। কিছু কার্ডধারী বিক্রি করেছে, সে চাল ব্যবসায়ীরা কিনেছে। তবে পরিষদের গুদামে কিছু চাল রয়ে গেছে ঈদের পরে কার্ডধারীদের মাঝে বিতরণ করা হবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর বলেন, আমি খোঁজ খবর নিয়েছি, চালগুলো কার্ডধারীদের। তারা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে। যারা চাল বিক্রি করে দিছে আগামীতে তাদের নাম বাদ দেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা