নান্দাইলের সেই শিক্ষার্থী মারা গেছেন
- নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২৬ জুন ২০২২, ১৫:৪৬
ময়মনসিংহের নান্দাইলের কলেজ শিক্ষার্থী আশরাফুলকে (২০) দা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করার আট দিন পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ঢামেক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুলের বাবা মঞ্জিল মিয়া। আশরাফুল নান্দাইল শহীদ স্মৃতি সরকারি আদর্শ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে।
এর আগে গত ১৮ জুন দুপুরে উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে চাচাতো ভাই জুনায়েদের সাথে ঝগড়া হয় আশরাফুলের ছোট ভাই আহাদের। এক পর্যায়ে চাচাতো ভাই সুজন দা দিয়ে কুপিয়ে আশরাফুল মাথা ও শরীর ক্ষতবিক্ষত করে ও শাবল দিয়ে মুখের দাঁত ভেঙ্গে দেয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।
দায়ের কুপে আশরাফুলের মাথা খুঁলি উপড়ে যায়। এ অবস্থায় শুধু মাথায় ৪৪ টি সেলাই ও ব্যান্ডেজ করে মাথার খুঁলিটি সাভারের একটি ল্যাবরেটরিতে রেখে দেয়া হয়। এ হামলার শিকার হয় নিহত আশরাফুলের মা রুমেলা খাতুন,বাবা মঞ্জিল মিয়া, ভাই আহাদ মিয়া, চাচা শহিদউল্লাহ্সহ আরো ১০ জন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, হামলার ঘটনায় গত ২৩ জুন ৭ জনকে আসামি করে নান্দাইল থানায় একটি মামলা হয়েছে। তার মধ্যে রুবেল নামের এক আসাসি গ্রেফতার হয়েছে। আশরাফুল মারা যাওয়াতে মামলাটি হত্যা মামলায় নথিভুক্ত হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা