ইসলামপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
- ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা
- ২৩ জুন ২০২২, ১৯:৪৭
জামালপুরের ইসলামপুরে মুস্তাকিম নামের ২০ মাস বয়সী এক শিশু বাড়ির পাশে খালের পানিতে ডুবে মারা গেছে।
বৃহস্পতিবার বিকেলে গোয়ালেরচর ইউনিয়নের কাছিমার চর গ্রামে খালে পড়ে মারা যায় শিশুটি। সে একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
জানা গেছে, অনেক খোঁজাখুজির পর স্বজনরা তাকে উদ্ধার করে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার আরিফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৮ সেন্টিমিটার কমে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৪০ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার এবং গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।
সরকারের পক্ষ থেকে বন্যাকবলিত উপজেলা গুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা