২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেওয়ানগঞ্জে বিপৎসীমার ৫৭ সে.মি. ওপর পানি

দেওয়ানগঞ্জে বিপৎসীমার ৫৭ সে.মি. ওপর পানি। - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনার বিপৎসীমার ৫৭ সে.মি. ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বন্যার পানি স্থিতিশীল এবং আগামীকাল থেকে পানি কমতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পানিমাপক মো: আব্দুল মান্নান।

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র, যমুনাসহ অন্য নদ-নদীতে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নেয়র ফুটানী বাজার হতে নতুন ডাকাতিয়া সড়কে নির্মিত ব্রিজ পর্যন্ত পানির স্রোতে ও নদী ভাঙনে ৪০০ মিটার ধসে গেছে। এতে কয়েকটি গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চড়ে পারাপার হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফুটানী বাজার-ডাকাতিয়াপাড়া গ্রামের সংযোগে যে ব্রিজটি নির্মিত হয়েছিল তা পানির স্রোতে ধসে গেছে, এতে মারাত্মক দুর্ভোগ দেখা দিয়েছে। নারী-পুরুষ, শিশু ও শিক্ষার্থীরা অতি কষ্টে পারাপার হচ্ছে।

বন্যার পানির স্রোতে মারাত্মক ভাঙন দেখা দিয়েছে বাহাদুরাবাদ, চিকাজানী, চুকাইবাড়ী, দেওয়ানগঞ্জ সদর, হাতিভাঙ্গা, পাররামপুর, চর আমখাওয়া, ডাংধরাসহ এ উপজেলার প্রায় সব জায়গায়। বিশেষ করে মন্ডলবাজার, ফারাজীপাড়া, ফুটানী বাজার, পোল্লাকান্দী, ঝালোরচর, সবুজপুর, কাঠারবিল, সানন্দবাড়ী, শেখপাড়াসহ অন্তত ২৫-৩০ জায়গায় ভাঙন ধরেছে। পানিতে ডুবে হাজার হাজার একর জমির আখ, পাটসহ অন্য ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। এতে হতাশ হয়ে পড়েছে এসব এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ।


আরো সংবাদ



premium cement