২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসলামপুরে ব্রহ্মপুত্রে ভাঙন, মারাত্মক দুর্ভোগে এলাকাবাসী

ইসলামপুরে ব্রহ্মপুত্রে ভাঙন, মারাত্মক দুর্ভোগে এলাকাবাসী। - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হচ্ছে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম। হুমকির মুখে পড়েছে স্কুল, মাদরাসা, মসজিদ, ঘরবাড়ি, ফসলি জমিসহ ইসলামপুর-বকশিগঞ্জ আন্তঃউপজেলা সংযোগ সড়ক। এতে এলাকাবাসী মারাত্মকে দুর্ভোগে পড়েছে।

উজানের পাহাড়ী ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে শুরু হয়েছে তীব্র ভাঙন। গত তিন দিনে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামের প্রায় অর্ধশতাধিক ঘর-বাড়ি নদের গর্ভে বিলীন হয়েছে। ভিটেমাটি হারা অসহায় মানুষরা তাদের ঘর-বাড়ি সরিয়ে নিচ্ছে।

মারাত্মক হুমকির মুখে পড়েছে মুহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন, দ্বিতল মসজিদ, অসংখ্য ঘর-বাড়ি, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ ইসলামপুর-বকশিগঞ্জ উপজেলার আন্তঃউপজেলা সংযোগ সড়ক। এ সড়ক থেকে ব্রহ্মপুত্র নদ মাত্র ১০ মিটার দূরে অবস্থান করছে। জরুরি ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে সড়কটি বিলীন হতে পারে। এতে দুই উপজেলার লাখ লাখ মানুষ মারাত্মক দুর্ভোগে পড়বে। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নিতে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-নজর কামনা করেছেন এলাকাবাসী।


আরো সংবাদ



premium cement