২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদে পানি, একমাত্র ভাসমান সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদে পানি, একমাত্র ভাসমান সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন - ছবি: নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র, যমুনা ও শাখা নদী সমূহে পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

সোমবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের পানি মাপক মো: আব্দুল মান্নান নয়া দিগন্তকে জানান, যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২২ সেন্টিমিটার পানি বেড়ে বর্তমানে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে থেকে পৌরসভার চর কালিকাপুরসহ বেশ কয়েকটি গ্রামে যাতায়াতের জন্য নির্মিত ব্রহ্মপুত্রের ওপর একমাত্র ভাসমান কাঠের সেতু ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। গ্রামবাসী ও শিক্ষার্থীরা কয়েক কিলোমিটার পথ ঘুরে সদরে আসা যাওয়া করছে।

উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান, হিসাবরক্ষন অফিস, পিআইও, প্রকৌশল অফিস, মৎস্য, সমবায়, সমাজসেবা, প্রাথমিক ও মাধ্যমিক, তথ্য আপা, পরিসংখ্যান, পল্লী উন্নয়ন, একটি বাড়ী একটি খামার ও খাদ্য অফিসসহ অন্য অফিসের সামনে বন্যার পানি উঠে গেছে। এতে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের যাতায়াতে মারাত্মক অসুবিধা দেখা দিয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা বলেন, ‘আমরা বন্যা পরিস্থিতি সার্বক্ষনিক মনিটরিং করছি, পানিবন্দি বা কারো খাদ্য-সঙ্কট হলে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছি। বিভিন্ন ইউনিয়নে ত্রাণ দেয়া হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ের সাথে যোগাযোগ রাখা হচ্ছে, প্রতিদিন বন্যা পরিস্থিতির রিপোর্ট দেয়া হচ্ছে।’ যেকোনো পরিস্থিতিতে প্রশাসন প্রস্তুত বলে তিনি জানান।

উপজেলা প্রকৌশলী তোফায়েল আহম্মেদ জানান, ঝুঁকিপূর্ণ সবুজপুর সড়ক, সানন্দবাড়ী মৌলভীর চর সড়কে কাজ চলছে এবং মন্ডলবাজারে পাউবো সড়ক পুনঃনির্মাণের কাজ করছে।

মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা জানান, বন্যার কারণে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম জানান, ৭১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৩টি স্কুলে পানি উঠেছে। ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করা হয়েছে।

চিকাজানী ইউনিয়নে ২০০ ও পৌরসভায় ১৩০টি খাদ্য প্যাকেট বিতরণ করা হয়েছে। বন্যার্তদের জন্য তিনটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যেকোনো অবস্থায় তিনি সদা প্রস্তুত বলে জানান।


আরো সংবাদ



premium cement