২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বন্যার পানিতে শিশুর মৃত্যু, জামালপুরে বেড়েই চলছে পানি

বন্যার পানিতে শিশুর মৃত্যু, জামালপুরে বেড়েই চলছে পানি - ছবি : সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে ডুবে আরিফা নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘোনাপাড়া গ্রামে আলমের মেয়ে আরিফা সবার চোখের আড়ালে হঠাৎ বন্যার পানিতে ভেসে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আরিফার লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম।

এদিকে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাহাদুরাবাদ পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতি মুহূর্তে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ইতোমধ্যে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানির নিচে হাজার হাজার হেক্টর জমির ফসল। পানি বৃদ্ধি সাথে পাল্লা দিয়ে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙনও।

ব্রহ্মপুত্রের ভাঙনে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামের অন্তত ১০টি বাড়ি বিলীন হয়েছে। হুমকির মুখে পড়ছে মুহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন, দ্বিতল মসজিদ, মুহাম্মদপুর গ্রাম ও ইসলামপুর-বকশীগঞ্জ উপজেলা সংযোগ সড়ক।

পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘন্টার মধ্যে কয়েক হাজার মানুষ পানিবন্দি হতে পারে বলে জানান স্থানীরা। নদীর তীরবর্তী এলাকার মানুষের মধ্যে বন্যা আতঙ্কে বিরাজ করছে।

বন্যাদুর্গত এলাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, বন্যার পানি প্রবেশ করায় দুর্গত এলাকাগুলোতে ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান স্থগিত রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ৮৮৮ এক দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ‘শহীদদের আত্মত্যাগের সাথে বেঈমানি জাতি সহ্য করবে না’ ঢাকার কয়েকটি কলেজ ও চট্টগ্রামের আদালতে করা নৈরাজ্য একই সূত্রে গাঁথা : শিবির সভাপতি শ্রীনগরে নিখোঁজের ৩ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার রাঙ্গামাটি ও ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ তিন ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম ফেনীতে বিডিআর সদস্যদের মুক্তি ও পুনরায় চাকরির দাবিতে মানববন্ধন বিএনপির প্রতিনিধি দল যমুনায়

সকল