২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নেত্রকোনায় বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ

-

নেত্রকোনা জেলার দুর্গত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামি। সংগঠনটির আমির ডা: শফিকুর রহমানের নির্দেশে এ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে।

রোববার নেত্রকোনা জেলায় ত্রাণ তৎপরতা চালানোর জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠানো হয়। তারা কলমাকান্দি ও মোহনগঞ্জ এলাকার অসহায় বন্যা পীড়িত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় তারা বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় মহাবিপর্যয় সৃষ্টি হয়েছে নেত্রকোনা জেলায়। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে নেত্রকোনা জেলার আটটি উপজেলা পানির নিচে। পুরো এলাকাজুড়ে বিদ্যুৎ, নেটওয়ার্ক, কিছু ক্ষেত্রে গ্যাসও বিচ্ছিন্ন। অনেক স্থানে দোকানপাট বন্ধ রয়েছে। মানুষ আশ্রয় নিয়েছে অপেক্ষাকৃত উঁচু স্থানে অবস্থিত স্কুলগুলোতে। ওই সব এলাকায় শুধু পানি আর পানি।

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, নেত্রকোনা জেলার বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ট্রলারে প্রায় তিন ঘণ্টার যাত্রা পথে শুধু পানি আর পানি। সে কি এক ভয়াবহ দৃশ্য! এ এলাকার মানুষগুলো কত অসহায় তা নিজ চোখে না দেখলে বুঝা যাবে না।

তিনি বন্যা কবলিত বানভাসী মানুষের উদ্দেশে বলেন, আপনাদের প্রিয় সংগঠন জামায়াতে ইসলামী সকল প্রাকৃতিক দুর্যোগে আর্ত-পীড়িত মানুষের পাশে থাকে। সমাজের দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে কাজ করা জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান এজেন্ডা। তারই অংশ হিসেবে আজ আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি।

তিনি আরো বলেন, মানুষের ভুলের কারণেই আল্লাহ রাব্বুল আলামীন মানুষের ওপর বালা-মুসিবত দেন এই জন্য যে, যেন তারা তাদের ভুল বুঝতে পারে এবং তারা ফিরে আসে। আবার তিনিই আমাদেরকে সকল বিপদ-আপদ থেকে উদ্ধার করেন। তাই সকল বালা-মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র তাঁরই নিকট ধরনা দিতে হবে। যেন তিনি আমাদেরকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করেন। মহান আল্লাহ রবের নিকট দোয়া করে তিনি বন্যাকবলিত মানুষের মুক্তি কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামিউল হক ফারুকী, ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, নেত্রকোনা জেলা আমির মাওলানা এনামুল হক, ময়মনসিংহ জেলা নায়েবে আমির কামরুল হাসান মিলন, শিবিরের জেলা সভাপতি প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে : জাতীয় নাগরিক কমিটি চিন্ময়ের গ্রেফতার ইস্যুতে যে বার্তা দিলো ভারতের কংগ্রেস ‘আইনজীবিকে হত্যা করে ইসকন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে’ চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে আক্রমণাত্মক ভারত ‘ইসকনের ষড়যন্ত্রে পা দেবেন না’ মিরসরাইয়ে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত আইনজীবী সাইফুল হত্যায় সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের প্রতিবাদ বরিশালে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবির বিক্ষোভ জাতীয় ঐক্যের সাথে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান তারেক রহমানের সিলেটে হোটেল থেকে লাশ উদ্ধার

সকল