২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নেত্রকোনায় বন্যার্তদের উদ্ধার তৎপরতায় সেনা ও বিজিবি মোতায়েন

নেত্রকোনায় বন্যার্তদের উদ্ধার তৎপরতায় সেনা ও বিজিবি মোতায়েন। - ছবি : নয়া দিগন্ত

নেত্রকোনায় পাহাড়ি ঢল ও ভারী বর্ষণ অব্যাহত থাকায় পানি বেড়ে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় পানিবন্দিদের উদ্ধার ও বন্যার্তদের সহায়তার জন্য রোববার সকাল থেকে দ্বীপহাওর খালিয়াজুরিতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা যায়, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার পানি দ্রুত বাড়ায় এখন নেত্রকোনার ১০ উপজেলা বন্যা-কবলিত হয়ে পড়েছে। সীমান্তবর্তী কলমাকান্দা ও সুসং দুর্গাপুর উপজেলাসহ অন্য উপজেলায় শিশুসহ অন্তত পাঁচ লাখ নারী-পুরুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্রশাসন বন্যা-পরিস্থিতি কিছুতেই সামাল দিতে না পারায় রোববার সকাল থেকে দুর্গম এলাকা দ্বীপহাওর খালিয়াজুরি উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়।

ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ১৮৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত কমপক্ষে ২১ হাজার বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে আশ্রয়কেন্দ্রে লোকসংখ্যা বেড়েছে। আশ্রয়কেন্দ্রে শিশুসহ অসংখ্য নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়ছে। সেখানে পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও ওষুধ সঙ্কট দেখা দিয়েছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১-বিজিবি) অধিনায়ক এএসএম জাকারিয়া গণমাধ্যমকে জানান, ‘রোববার সকাল থেকে পানিবন্দিদের উদ্ধার করে নিরাপদ স্থান ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়ে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যার্তদের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

নবাগত ডিসি অঞ্জনা খান মজলিশ সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ ও নগদ অর্থসহায়তা বরাদ্দ দেয়া হয়েছে।’


আরো সংবাদ



premium cement
রাঙ্গামাটি ও ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ তিন ঘণ্টা পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম ফেনীতে বিডিআর সদস্যদের মুক্তি ও পুনরায় চাকরির দাবিতে মানববন্ধন বিএনপির প্রতিনিধি দল যমুনায় লেবাননের সীমান্ত ক্রসিংয়ে ইসরাইলি হামলায় নিহত ৬ ‘ইসকন ভারতের দালাল ও আ’লীগের দোসর’ নিত্যপণ্যের আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে : অর্থ উপদেষ্টা উপজেলা নির্বাচনে বাদ যেতে পারে নারী ভাইস চেয়ারম্যান পদ হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার

সকল