নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
- ২৩ অক্টোবর ২০২১, ১৭:৩৫
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে সারোয়ার আলম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গোল্লারপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত সারোয়ার পৌরশহরের গড়কান্দা এলাকার বাসিন্দা সাবেক চেয়ারম্যান জোনাব আলীর ছেলে ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেনের ছোট ভাই।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গোল্লারপাড় এলাকায় নিজ জমিতে সেচ দিতে যান সারোয়ার। এ সময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা একটি গভীর নলকূপে স্পর্শ করলে তিনি জমিতে ছিটকে পড়েন। পরে এলাকাবাসী সারোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই ও সাবেক পৌরমেয়র আনোয়ার হোসেন বলেন, দুপুর ১টার দিকে গোল্লারপাড় এলাকায় জমিতে পানি দিতে যান সারোয়ার। সেখানে বিদ্যুতায়িত একটি গভীর নলকূপ স্পর্শ করার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারোয়ারের মৃত্যু হয়েছে।