গরুর ঘাস আনতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল দুইজনের
- রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৭ জুন ২০২১, ০৯:২১, আপডেট: ০৭ জুন ২০২১, ০৯:২৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুভর্তি ড্রামট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোরে স্থানীয় খুরশিদমহল ব্রীজের উপর ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুরশিদমহল গ্রামের শহিদ মিয়ার ছেলে মানিক (৩৩) ও নূর হোসেনের ছেলে মাসুম (১৭)।
স্থানীয় ইউপি সদস্য মো. হযরত আলী জানান, প্রতিদিনের ন্যায় চরাঞ্চল থেকে গরুর ঘাস আনতে সোমবার ভোরে মানিক ও মাসুম খুরশিদমহল গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। খুরশিদমহল ব্রীজের উপর দিয়ে হেঁটে যাওয়া সময় পিছন দিক থেকে আসা বালুর ভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পাগলা থানার ওসি মো. রাসেদুজজামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাঁনো হয়েছে।