সরিষাবাড়ীতে ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত
- সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
- ০৫ মার্চ ২০২১, ১৭:৫১
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক খাদে পড়ে কাওছার মিয়া (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওছার নরসিংন্দি জেলার মনোহরদি উপজেলার চর মান্দালিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। দুর্ঘটনায় আরো তিন শ্রমিক আহত হয়েছেন।
আহতরা হলেন একই উপজেলার মো: রমযান আলীর ছেলে সোহেল মিয়া, শুকুর মিয়ার ছেলে বাছির উদ্দিন ও তার ভাই গোলাপ মিয়া। আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি মনোহরদি উপজেলা থেকে চার শ্রমিক বাঁশ কিনতে সরিষাবাড়ীতে আসে। শুক্রবার রাত ২টার দিকে ডোয়াইল ইউনিয়নের রাজার হাট খোলা থেকে ট্রাকে বাঁশ বোঝাই করে নরসিংন্দী রওনা দেয়। ট্রাকটি বিলবালিয়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে ও লাশ থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো: ফজলুল করীম জানান, ‘এক শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতের লাশ থানায় রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’