হালুয়াঘাটে বাল্যবিয়ের অভিযোগে বরের কারাদণ্ড
- হালুয়াঘাট সংবাদদাতা
- ২১ আগস্ট ২০২০, ২০:১১
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202008/523056_118.jpg)
সারাবিশ্ব যখন করোনা নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ঠিক সেই সময়ে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকা আকনপাড়ায় বাল্য বিবাহের আয়োজন থেমে নেই। এ ঘটনার তথ্য পেয়ে তৎক্ষণাৎ কনের বাড়িতে হাজির হয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন হালুয়াঘাট সহকারি কমিশনার (ভূমি) তানভির আহমেদ।
শুক্রবার দুপুরে হালুয়াঘাট পৌরসভার আকনপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ। তবে বর প্রাপ্তবয়স্ক হলেও কনে সুরাইয়া আক্তার রিমা অপ্রাপ্তবয়স্ক ছিলো। এ সময় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করেন এবং বর মুহাম্মদ আব্দুস সালাম তার দোষ স্বীকার করায় তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠান এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন। বর আব্দুস সালামের বাড়ি সাভারের আশুলিয়ায়।
এ বিষয় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির আহমেদ বলেন, বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি। হালুয়াঘাট উপজেলা প্রশাসন এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা