২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার -

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে উপজেলার ভান্ডাব গ্রামের এসএনএস সিএনজি পাম্পের অদূরে একটি খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই স্থানে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভালুকা মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে আনে। ওই নারীর গায়ে প্রিন্টের জামা ও কালো রংয়ের বোরখা ছিল এবং লাশের মাথা পানিতে ডুবে ছিল। এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।


আরো সংবাদ



premium cement