০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

সরিষাবাড়ীতে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই, ২ আসামি গ্রেফতার

গ্রেফতারকৃত সোহেল ও মোহন। - ছবি : নয়া দিগন্ত

জামালপুরে সরিষাবাড়ীতে ইজিবাইক চালক হাফিজুর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। সেই সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ইজিবাইকটিও।

গ্রেফতারকৃতরা হলেন, টাংগাইল জেলার ধনবাড়ী থানাধীন বীরতারা গ্রামের আ: মালেকের পুত্র সোহেল (২৩) ও সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউপি’র ডোয়াইল গ্রামের বিল্লাল হোসেনের পুত্র মোহন।

পুলিশ সূত্র জানায়, ইজিবাইক চালক হাফিজুর রহমান হত্যার মামলার আসামি সোহেল ও মোহনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে সোমবার গভীর রাতে গোপন সংবাদে সরিষাবাড়ী থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। আসামিদের দেয়া তথ্য অনুযায়ী এ সময় নিহত হাফিজুরের ইজিবাইকটি একটি স্থানীয় গেরেজের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে পার্শ্ববর্তী টাঙ্গাইলের ধনবাড়ী থানার বাশনিউগি গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র হাফিজুর রহমানকে (৩৫) মাথায় আঘাত করে এবং গলায় মাফলার পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করার পর তার ইজিবাইকটি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ অপরাধী চক্র। খুনের পর হাফিজুরের লাশ সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পরিত্যক্ত রাস্তার পাশে ফেলে রেখে যায়। সরিষাবাড়ী থানা পুলিশ সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি খুন মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্ত করছেন অফিসার ইনচার্জ (তদন্ত) জোয়াহেরুল ইসলাম।

অফিসার ইনচার্জ সরিষাবাড়ী থানা আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, হাফিজুর হত্যা মামলার আসামিদেরকে ঘটনার তিনদিন পর গ্রেফতার করা হয়েছে। ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
২৪ ঘণ্টার মধ্যে আ’লীগ নিষিদ্ধের দাবি বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত কমেছে ৮৩ শতাংশ নাটোর জেলা বিএনপির কমিটিতে যুগ্ম আহ্বায়ক আজিজ, সদস্য রঞ্জু বিশ্ব ইজতেমার দুই কিলোমিটারের মধ্যে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা তারেক রহমানের প্রতিনিধি হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাইমা রহমান চট্টগ্রামে ৩ পাহাড়ি উপজাতি সন্ত্রাসী আটক পুলিশের কাছ থেকে সুজানগর আওয়ামী লীগ সভাপতিকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা লালপুরে শিক্ষার্থী প্রার্থনার পাশে দাঁড়ালেন তারেক রহমান খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি চট্টগ্রামে ছাত্রলীগকর্মীকে ছাড়িয়ে নেয়া সেই যুবদলনেতা বহিস্কার অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের

সকল