০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

সরিষাবাড়ীতে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই, ২ আসামি গ্রেফতার

গ্রেফতারকৃত সোহেল ও মোহন। - ছবি : নয়া দিগন্ত

জামালপুরে সরিষাবাড়ীতে ইজিবাইক চালক হাফিজুর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। সেই সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ইজিবাইকটিও।

গ্রেফতারকৃতরা হলেন, টাংগাইল জেলার ধনবাড়ী থানাধীন বীরতারা গ্রামের আ: মালেকের পুত্র সোহেল (২৩) ও সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউপি’র ডোয়াইল গ্রামের বিল্লাল হোসেনের পুত্র মোহন।

পুলিশ সূত্র জানায়, ইজিবাইক চালক হাফিজুর রহমান হত্যার মামলার আসামি সোহেল ও মোহনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে সোমবার গভীর রাতে গোপন সংবাদে সরিষাবাড়ী থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। আসামিদের দেয়া তথ্য অনুযায়ী এ সময় নিহত হাফিজুরের ইজিবাইকটি একটি স্থানীয় গেরেজের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে পার্শ্ববর্তী টাঙ্গাইলের ধনবাড়ী থানার বাশনিউগি গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র হাফিজুর রহমানকে (৩৫) মাথায় আঘাত করে এবং গলায় মাফলার পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করার পর তার ইজিবাইকটি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ অপরাধী চক্র। খুনের পর হাফিজুরের লাশ সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পরিত্যক্ত রাস্তার পাশে ফেলে রেখে যায়। সরিষাবাড়ী থানা পুলিশ সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি খুন মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্ত করছেন অফিসার ইনচার্জ (তদন্ত) জোয়াহেরুল ইসলাম।

অফিসার ইনচার্জ সরিষাবাড়ী থানা আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, হাফিজুর হত্যা মামলার আসামিদেরকে ঘটনার তিনদিন পর গ্রেফতার করা হয়েছে। ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা একুশে বইমেলা নিয়ে করা ফেসবুক পোস্টের বিষয়ে যা বললেন প্রেস সচিব সান্তাহারে ঘুরতে যেয়ে ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান মজবুত করতে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু জামায়াত নেতারা গলায় ফাঁসির রশি পরেছে কিন্তু পালিয়ে যায়নি : শামসুল ইসলাম রমজানে তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সঙ্কট হবে না : বাণিজ্য উপদেষ্টা উড়ন্ত সালাহর জোড়া গোলে লিভারপুলের জয় সাঈদীবিহীন চট্টগ্রামেরদ ঐতিহাসিক তাফসীর মাহফিল যেমন ছিল চাঁদার দাবিতে কর্মকর্তাকে মারধর, ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি গ্রেফতার বসবাসের পর্যাপ্ত ব্যবস্থা না করেই জুনে শেষ হচ্ছে পূর্বাচল প্রকল্প বাজারে তেল, চিনি, ছোলা ও খেজুরের সঙ্কট নেই : বাণিজ্য উপদেষ্টা

সকল