ভালুকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)
- ২১ জুন ২০২০, ০৮:৪৩, আপডেট: ২১ জুন ২০২০, ০৮:৪১
ময়মনসিংহ ভালুকায় এক কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইল আরোহী দুই যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার ড্রিমওর্য়াল্ডের সমানে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিরুনীয়া থেকে মোটরসাইকেলযোগে তিন যুবক উপজেলার মাস্টারবাড়ি যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার ড্রিমওর্য়াল্ডের সমানে পৌছলে পিছন থেকে ঢাকাগামী কার্ভাডভ্যান (ট-করতোয়া-১৩-২৫৪৬) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে উপজেলার কাইচান গ্রামের নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৫), হাবিবুর রহমানের ছেলে হৃদয় (২৫) ও রাজৈ গ্রামের জাকির হোসেন (২৬) মহাসড়কের উপর ছিটকে পরে যান। এসময় ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম ও জাকির হোসেন মারা যান। খবর পেয়ে ভালুকা ফায়ারসার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে প্রেরণ করেন।
ভালুকা ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আল মামুন জানান, ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছেন। আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পিছন থেকে মোটরসাইকলটিকে ঢাকাগামী কার্ভাডভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা