ভালুকায় র্যাবের হাতে জেএমবির তিন সদস্য আটক
- ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১০ জুন ২০২০, ২১:৫৪, আপডেট: ১০ জুন ২০২০, ২১:৫০
ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, বোমা তৈরির সরঞ্জাম ও লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি’র তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলো- মঞ্জুরুল ইসলাম (৪৪), রুহুল আমীন তালুকদার তৌফিক (৪২) ও আশরাফ খান (৪০)। বুধবার (১০ জুন) দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জানতে পারে যে, ভালুকা উপজেলার নলুয়াকুড়ি এলাকায় স্থানীয় আমছার আলী মন্ডলের বাড়ির পূর্বপার্শ্বে পরিত্যক্ত টিনসেড ঘরের ভিতরে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র কিছু সদস্য একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। ওই গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ৩ টার দিকে র্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় ওই তিনজনকে আটক করতে সক্ষম হয় র্যাবের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান উগ্রবাদী বই, বোমা তৈরির সরঞ্জাম ও লিফলেটসহ চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত জামিলুদ্দীন, জসীমুদ্দীন রাহমানীসহ বিভিন্ন বক্তার বয়ান শুনে উগ্রবাদের প্রতি উদ্বুদ্ধ হন ও জেএমবির সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে ওঠেন। এছাড়া তাদের যেকোনো নাশকতামূলক কর্মকান্ডেরও পরিকল্পনা ছিল।
আটককৃত আসামিদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র্যাব।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিনের কাছে তার মোবাইল নম্বরে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, জেএমবি আটকের বিষয়টি এখনো থানায় অবহিত করা হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা