২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কিশোরগঞ্জ ও ভৈরব থেকে ময়মনসিংহগামী বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

কিশোরগঞ্জ ও ভৈরব থেকে ময়মনসিংহগামী বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ -

করোনা পরিস্থিতিতে গণপরিবহন চলাচলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিবহন শ্রমিক নেতারা আসন প্রতি ৬০ শতাংশ ভাড়া বেশি নেয়ার দাবি করলেও দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রীরা।

দীর্ঘ দুই মাস পর করোনাভাইরাসের সংক্রমণ আতঙ্কের মধ্যেই সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। কিশোরগঞ্জ ও ভৈরব থেকে ময়মনসিংহ পরিবহনগুলো চলাচল শুরু করেছে। ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলেও দ্বিগুণ ভাড়া গুণতে হচ্ছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

কিশোরগঞ্জের এম কে সুপার ও ভৈরব শ্যামল ছায়া থেকে ছেড়ে যাওয়া পরিবহনগুলো ময়মনসিংহগামী প্রত্যেকটি যাত্রীর কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে বলে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন যাত্রী বলেন, আমার কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করে টিকিট দিছে।

কিন্তু পরিবহন কর্তৃপক্ষ বলছে সরকার থেকে ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। তবে বলার সময় তারা ৬০ শতাংশ বললেও নেয়ায় সময় কিন্তু দ্বিগুণ ভাড়া আদায় করে নিচ্ছে।

তবে এসব বিষয়ে জানতে মোটরশ্রমিক ইউনিয়নের এক শ্রমিক নেতার সাথে কথা বললে তিনি বলেন, কোনো যাত্রীর কাছ থেকে ভাড়া বেশি নেয়ার অভিযোগ পাওয়া গেলে সেই গাড়ির চালক-হেলপার ও গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা

সকল