০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

ভালুকায় বাজারে মনোহারী দোকানে আগুন

ভালুকায় বাজারে মনোহারী দোকানে আগুন -

ময়মনসিংহের ভালুকায় অগ্নিকাণ্ডে একটি মনোহারী দোকানের প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার উথুরা ইউয়িনের খলিলের বাজারে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার উথুরা ইউয়িনের খলিলের বাজারের কিছমত আলীর মনোহারী দোকানে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকান মালিক কিছমত আলী জানান, আগুনে তার প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।


আরো সংবাদ



premium cement