গারো পাহাড়ে মানুষের উপর আক্রমণকারী সেই হিংস্র শূকরটি মেরে ফেলা হয়েছে
- নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
- ০৩ মে ২০২০, ১৭:৪৬
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ী এলাকার মানুষ কামড়িয়ে নিহত ও আহত করা সেই হিংস্র বন্য শূকরটিকে এলাকাবাসী মেরে ফেলেছেন। রোববার সকাল ৯ টার দিকে জাল দিয়ে আটকিয়ে শূকরটিকে মেরে ফেলা হয়।
ওই এলাকার পূর্ব সমেশ্চুড়া গ্রামের শহিদুল ইসলাম জানান, রোববার সকালে ইকোপার্ক এলাকায় বিজয় নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবক পাহাড়ে লাকড়ি কুড়াতে গেলে বন্য শূকরটি তাকে আক্রমণ করে। পরে তার ডাক চিৎকারে তাকে উদ্ধার করার পর ক্ষুব্ধ এলাকাবাসী জাল পেতে ওই বন্য শূকরটিকে আটক করেন। এসময় ক্ষুব্দ জনতার গণ পিটুনীতে আহত হয়ে বন্য শূকরটি মারা যায়।
এ ব্যাপারে বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল ইকোপার্কের ভিতরে গহীন জঙ্গলে লাকড়ী কুড়াতে গেলে আমেনা বেগম নামে এক মহিলা এই হিংস্র শূকুরের কামড়ে নিহত হয়। এরপর কয়েকটি ধাপে ওই বন্য শূকরটি কামড়িয়ে সাত জনকে আহত করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা